বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে ১৬ রুটে বাস ধর্মঘট শুরু

ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ২১:৪৫
সিএনজিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে বিরোধের জেরে বরিশাল নগরীর রূপাতলী টার্মিনাল থেকে ১৬ রুটে বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে বাস মালিক-শ্রমিকরা এ ধর্মঘট করছেন। টার্মিনাল থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ বিভাগের চার জেলার ১৬ রুটে বাস চলাচল করে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, রোববার বিভাগের অপর চার জেলার বাস মালিক-শ্রমিকরা ধর্মঘটে যুক্ত হতে পারেন।
বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, বাসের রুটে অটোরিকশা চালকরা যাত্রী পরিবহন করেন। এটি ঠেকাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতি চেকপোস্ট দিয়েছে। শনিবার দুপুরে অটোরিকশা চালকরা চেকপোস্টে হামলা করে কয়েকজনকে আহত করেন। এরই প্রতিবাদে বাস বন্ধ করে দেওয়া হয়েছে।
অটোরিকশা চালক আনিসুর রহমান জানান, খয়রাবাদ সেতু ও বরিশাল-ঝালকাঠি সড়কে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালক-শ্রমিকদের নাজেহাল করা হচ্ছে। অটোর যাত্রীদের নামিয়ে বাসে উঠতে বাধ্য করেন তারা।
এর আগে শনিবার দুপুরে খয়রাবাদ সেতুসংলগ্ন চেকপোস্টে অটো শ্রমিকদের সঙ্গে মারামারি হয় বাস শ্রমিকদের। থামাতে গিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করেন।
- বিষয় :
- বরিশাল
- বাস ধর্মঘট