গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ০৯:৩০ | আপডেট: ০৯ মার্চ ২০২৫ | ১০:২২
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পৌরশহরের পুরাতন বন্দর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ থেকে বিগত সরকারের নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
- বিষয় :
- গ্রেপ্তার
- গোবিন্দগঞ্জ
- যুবলীগ নেতা