ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুসিকের কাজের অনিয়ম তদন্তে দুদকের অভিযান

কুসিকের কাজের অনিয়ম তদন্তে দুদকের অভিযান

ছবি: ফাইল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ০২:৩৬

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে সিটি করপোরেশনে অভিযান চালানো হয়।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বশেষ দুটি অর্থবছরে কার্যাদেশ পাওয়া ৩১টি দরপত্রের নথিপত্র চাওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম এন এস গ্যালারি এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।

দুদকের সহকারী পরিচালক মাসুম আলী জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির গত দুই অর্থবছরে ৩১টি দরপত্রের নথিপত্র চাওয়া হয়েছে। কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অবশিষ্ট কাগজপত্র বৃহস্পতিবার সরবরাহ করার কথা ।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ছামছুল আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস গ্যালারির বিষয়ে দুদককে কিছু তথ্য দেওয়া হয়েছে। বাকি তথ্য বৃহস্পতিবার দেওয়া হবে। দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইজিপি দরপত্রে অনিয়মের সুযোগ নেই। এর পরও যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে। 

আরও পড়ুন

×