ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে হিযবুত তাহরীরের সাইবার বিশেষজ্ঞ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে হিযবুত তাহরীরের সাইবার বিশেষজ্ঞ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৫:২৪ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ১৫:৪০

চট্টগ্রামে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সংগঠনটির কয়েকজন সদস্য মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ফাইয়াজকে আটক করে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার ফাইয়াজ হিযবুত তাহরীরের সদস্য। গোপনে খবর পেয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

×