ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়ি ফেরার পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি সদস্য নিহত

বাড়ি ফেরার পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি সদস্য নিহত

প্রতীকী ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৮:০৮ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ১৯:১০

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে বট গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে লালবাগ-ভেন্ডাবাড়ি সড়কের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্যের নাম আবু তালেব (৫৫)। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আবু তালেব মোটরসাইকেল চালিয়ে রানীপুকুর এরশাদ মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় মোড় ঘুরাতে গিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×