শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৯:৫৬ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ২১:২৮
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবক দীপক সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে। মদাপুরে একটি ধানের চাতালে শ্রমিকের কাজ করে সে।
স্থানীয়রা জানান, শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় দীপক শিশুটিকে কাছে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার দিলে দীপক তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা দীপক নামের ওই যুবককে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা মামলা করেছেন। রোববার দীপককে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- রাজবাড়ী
- যৌন নিপীড়ন
- গ্রেপ্তার