ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কিশোরীকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ২৩:০৮

পাবনার সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার আছাব আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে কিশোরীর বাবা থানায় মামলা করেন। 

মামলা থেকে জানা গেছে, ২ জানুয়ারি ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে আছাব আলী (৭০) ওই কিশোরীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি প্রকাশ না করতে ভয়ভীতি দেখায়। কিছুদিন পর সে অন্তঃসত্ত্বা হলে পরিবারকে বিষয়টি খুলে বলে। 

১৬ মার্চ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার পাবনায় নিয়ে পরীক্ষার জানা যায় সে অন্তঃসত্ত্বা। এরপর তার বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করলে আছাব আলীকে গ্রেপ্তার করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আসামিকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×