ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা 

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা 

নাসির উদ্দিন

সীতাকুণ্ড ও মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ২৩:৫০ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ | ২৩:৫১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নাসিরের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, ইফতারের পর নাসির বাড়ির কাছেই নিজের গরুর খামারে যেতে মোটরসাইকেলে বের হন। পথে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। 

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, আমার ধারণা, এ হত্যায় এলাকার লোক জড়িত। আমি ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি বলেন, এখনও হত্যার বিস্তারিত তথ্য জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। 

আরও পড়ুন

×