থানা থেকে ছাত্রদল নেতা ছিনতাই, গ্রেপ্তার ৩

রুবেল উদ্দিন
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ১৮:৪৫
নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রুবেল উদ্দিনের বোন রুপা খাতুন, ফারজানা ইয়াসমিন বৃষ্টি ও যুবদল নেতা মাসুদ রানা।
মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। লালপুর থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেল উদ্দিন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
থানা সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যান তারা। এ সময় লালপুর থানার ওসি নাজমুল হকসহ কর্মকর্তারা থানার ভেতরে ছিলেন।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা য়ায়নি। তাঁকেসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।