বিয়ের সাত মাসের মাথায় গাছের ডালে দম্পতির ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | ০৬:২৮
নেত্রকোনার মদনে নিজ বসতবাড়ির সামনে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে নায়েকপুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগীরা হলেন– নায়েকপুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২২) ও তাঁর স্ত্রী মদন পৌরসভার এমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে লিমা আক্তার (১৮)।
জানা গেছে, প্রায় ৭ মাস আগে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন আজিজুল ইসলাম ও লিমা আক্তার। পরে দু’জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসেছিলেন তারা। বুধবার চট্টগ্রামে যাওয়ার জন্য বাসের টিকিটও সংগ্রহ করেন। রাতে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে বাড়ির পেছনে রেইনট্রি গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশী লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
আজিজুলের মা আদিনা আক্তার বলেন, ‘ঘরে এসে বৌমাকে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজির পরে বাড়ির সামনে পুকুর পাড়ে গিয়ে দেখি গাছের ডালের সঙ্গে আমার ছেলে-ছেলের বউ ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। আমার ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে এসে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।’
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের ভাষ্য, আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নেত্রকোনা
- ঝুলন্ত লাশ উদ্ধার