সিদ্ধিরগঞ্জ
বস্তাবন্দি করে মাটিচাপা দেওয়া মা-শিশুসহ তিন মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের পুকুরপার থানার মিজমিজি পশ্চিমপাড়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ | ১৫:২১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ | ১৭:১৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ার পুকুরপাড় এলাকা থেকে তিনজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি করে তাদের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল। শুক্রবার দুপুরে মরদেহ তিনটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ার আ. ছামাদের মেয়ে স্বপ্না আক্তার, লামিয়া আক্তার ও তাঁর সন্তান আব্দুল্লাহ (৪)।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন, ধারণা করা হচ্ছে, তিনজনকে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ চাপা দিয়ে রাখা হয়েছিল। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- সিদ্ধিরগঞ্জ
- মরদেহ