ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাজীপুরে বগি লাইনচ্যুত, চলছে লাইন মেরামতের কাজ 

গাজীপুরে বগি লাইনচ্যুত, চলছে লাইন মেরামতের কাজ 

ছবি-সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ২৩:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ২৩:০৩

গাজীপুরের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে বেলা আড়াইটা থেকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান। তিনি জানান, সালনা এলাকায় পৌঁছার পর নীলফামারী থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখন লাইন মেরামতের কাজ চলছে। এছাড়া লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×