ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘ডাকাতের’ হাতে থানার লুট হওয়া অস্ত্র-গুলি

‘ডাকাতের’ হাতে থানার লুট হওয়া অস্ত্র-গুলি

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আরিফ হোসেন ওরফে মেহেদী হাসান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ১৯:৩৬

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরের ডবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম আরিফ হোসেন ওরফে মেহেদী হাসান (২৭)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। পিস্তল ও গুলিগুলো থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ বলছে, ডবলমুরিং, পাঁচলাইশ, সদরঘাটসহ নগরের চুরি ও ডাকাতির ঘটনার মূলহোতা মেহেদী হাসান। এর আগে তাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে পুলিশের দুই এসআই আহত হয়েছিলেন।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা আছে। মাস দুয়েক আগে বারিক বিল্ডিং মোড়ে অভিযান চালানোর সময় আমাদের দুজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। সেখান থেকেও আমরা দুজনকে গ্রেপ্তার করেছিলাম। তারা ডাকাতির টাকা সেখানে বসে ভাগ করছিল। জামিনে বের হয়ে চক্রটি আরও বড় করেছে। এই চক্রের সঙ্গে আরও জড়িত আছে রাতুল, হানিফ, নুরুন্নবি, শ্রাবণ এবং বদর।’

উদ্ধার হওয়া অস্ত্রটি থানা থেকে লুট হওয়া জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মেহেদী হাসানের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি ডবলমুরিং থানায় বেসরকারি ব্যক্তির জমা রাখা অস্ত্র। সেটি ইতালির তৈরি ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, যা ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। কার্তুজগুলোও থানা থেকে লুট করা। চক্রটির টার্গেট আর্থিক প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে একটি ব্যাংকসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতিতে তাদের সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

আরও পড়ুন

×