ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শ্রীপুরে পূর্ব বিরোধের জেরে আ’লীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

শ্রীপুরে পূর্ব বিরোধের জেরে আ’লীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। ছবি:

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ১৫:০৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ | ১৫:১০

মাগুরা জেলার শ্রীপুর মাহফুজুর রহমান তুষার (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দায়েরপোল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের ভাই মোকলেছুর রহমান জানান, মাহফুজুর রহমান তুষার পেশায় কৃষক। গতকাল বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় খামারপাড়া বাজারে যাচ্ছিলেন। বাজারের কাছে পৌঁছালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল আলম জোয়াদ্দারের ভাতিজা রমিজ জোয়াদ্দারসহ কয়েক রাস্তায় একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আজ রোববার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।

মোকলেছুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা জেরে প্রতিপক্ষ শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল জোয়াদ্দারের ভাতিজা ও তার সমর্থকেরা মাহফুজুর রহমান তুষারকে কুপিয়ে জখম করেছে।

অভিযোগ অস্বীকার করে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল আলম জোয়াদ্দার বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধের কারণে তার ওপর হামলার হয়েছে। বিএনপির কেউ এ ঘটনায় জড়িত নয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

×