ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খাগড়াছড়ি

বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ১৯:৫৮

খাগড়াছড়ির মানিকছড়িতে বল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার নুর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে বাড়ির উঠোনে ফুটবল খেলার সময় হঠাৎ বল গড়িয়ে পাহাড়ের নিচে চলে যায়। বলটি কুড়িয়ে আনতে গেলে পানি তোলার মোটর সংযোগের তাদের সঙ্গে পেঁচিয়ে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মানিকছড়ি থানার ওসি মো. মাহমুদুল হাসান রুবেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

×