ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুয়েটে গ্রাফিতিতে প্রতিবাদ শিক্ষার্থীদের

কুয়েটে গ্রাফিতিতে প্রতিবাদ শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ২ মাস পূর্তিতে ‘শোকের গ্রাফিতি-এক দফার ডাক’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শুক্রবার ক্যাম্পাসে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’, ‘স্টেপ ডাউন মাসুদ’, ‘১৮ ফেব্রুয়ারি ব্ল্যাক ডে অব কুয়েট’সহ বিভিন্ন গ

 খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ২৩:৫১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার দুই মাস পূর্তিতে ক্যাম্পাসে ‘শোকের গ্রাফিতি– এক দফার ডাক’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে গ্রাফিতি এঁকে এ কর্মসূচি পালন করেন তারা। 
গ্রাফিতিতে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’, ‘স্টেপ ডাউন মাসুদ’, ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘১৮ ফেব্রুয়ারি ব্ল্যাক ডে অব কুয়েট’সহ বিভিন্ন বক্তব্য তুলে ধরেন তারা। এ ছাড়া ১৮ ফেব্রুয়ারি হামলার বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে দেখানো হয়। 

এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান ও ১৮ ফেব্রুয়ারি হামলার পর ক্যাম্পাসে আঁকা গ্রাফিতি মুছে দেয় কুয়েট প্রশাসন। এ কারণে তারা উপাচার্যকে অপসারণের এক দফা দাবির পক্ষে আবার গ্রাফিতি এঁকেছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরতে চান– কুয়েটের শিক্ষার্থীরা ভালো নেই। 
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সংঘর্ষে অনেকে আহত হন। এ নিয়ে আন্দোলনের মধ্যে ২৫ ফেব্রুয়ারি হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন।

আরও পড়ুন

×