চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় হল সুপার গ্রেপ্তার

ছবি- সমকাল প্রতিনিধি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ১৯:০২
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপার মো. আজমুল হককে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত আরও তিনজন শিক্ষককে পরবর্তী পরীক্ষাগুলো থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, হল সুপার ১২ নম্বর কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার কেন্দ্র পরিদর্শনে গিয়ে আজমুল হককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি দায় স্বীকার করেন এবং তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন জানান, ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, আজমুল হককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।