খাদ্যবান্ধব কর্মসূচির দুই হাজার কেজি চাল জব্দ

জব্দ করা চাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ২৩:৫৪
ধোবাউড়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের দেওয়ার জন্য বরাদ্দের দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে অভিযান চালিয়ে ১৫ টাকা কেজি দরের এসব চাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও নিশাদ শারমিন। এ সময় কলসিন্দুর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেনের দোকান থেকে দুই হাজার কেজি চাল উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা দরে ৩০ কেজি চাল হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়। এ চাল কিছু অসাধু ব্যবসায়ী কম মূল্যে কিনে মজুত রেখে সরকারি পাটের বস্তা পরিবর্তন করেন। গুদামজাত করে প্লাস্টিকের বস্তায় ভরে বাজার মূল্যে বিক্রি করেন তারা।
এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ইউএনও নিশাদ শারমিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
- বিষয় :
- ধোবাউড়া
- খাদ্যবান্ধব কর্মসূচি
- জব্দ
- চাল
- হালুয়াঘাট