ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শ্যামনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্যামনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার ফারুক হোসেন। ছবি: সংগৃহীত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ০৭:৫৪

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন নিজেও একই পেশায় জড়িত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে ফারুককে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

×