চেক প্রতারণা মামলা
দুই শিল্পপতিকে কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ২২:১৮
চেক প্রতারণার মামলায় হাবিব মিলস লিমিটেডের দুই শীর্ষ কর্মকর্তাকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবু আমর এই রায় দেন। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন– হাবিব মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী (৭১) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী (৬১)। দু’জনই পলাতক।
মামলার বাদীপক্ষের আইনজীবী নুসরাত আরা হীরা জানান, মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় হাবিব মিলস লিমিটেড। ব্যাংকের পাওনা পরিশোধের জন্য ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ২০ কোটি টাকার একটি চেক দেয় প্রতিষ্ঠানটি। পরদিন চেক ব্যাংকে জমা দেয়া হলে, অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
পরে ব্যাংকের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হলে সমন জারি হয়। গত বছরের ৩১ অক্টোবর এ ঘটনায় আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় দেন বিচারক।