ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিখোঁজের পরদিন কর্ণফুলী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের পরদিন কর্ণফুলী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ১২:৩২

নিখোঁজের একদিন পর চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. রাহাত (১৪) নগরের বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে। সে চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর না ফেরায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছিল। আজকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

×