ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জিআই পণ্যের স্বীকৃতি পেল জামুর্কির সন্দেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেল জামুর্কির সন্দেশ

জামুর্কীর সন্দেশ জিআই পণের স্বীকৃতি সনদ গ্রহন করছেন জেলা প্রশাসক শরীফা হক। ছবি: সংগৃহীত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ২২:৪২

শত বছরের ঐতিহ্য মির্জাপুরের জামুর্কির সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক শরীফা হক ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন।

জামুর্কির সন্দেশ স্থানীয়ভাবে কালিদাসের সন্দেশ হিসেবে পরিচিত। প্রায় শত বছর ধরে এই এলাকাসহ দেশব্যাপী এই সন্দেশ সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছে। কালিদাসের সন্দেশ হিসেবে একনামে সকলেই চিনে। এর গুণগত মান নিয়ে কখনো প্রশ্ন উঠেনি। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কি নামক স্থানে সাদামাটাভাবে স্থাপিত এই দোকান। চলার পথে বা উদ্দেশে নিয়েই দেশের বিভিন্ন এলাকার মানুষ আসে এই সন্দেশ কিনতে। সমর সাহা বর্তমানে দোকানটি পরিচালনা করেন। তার বাবাও এই দোকান পরিচালনা করতেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দোকানি এবং স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার বইছে।

পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন সেট বলেন, আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। এই স্বীকৃতিতে বর্তমান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের চেষ্টায় মির্জাপুরবাসীর চাওয়াকে সরকার স্বীকৃতি দিয়েছে। এটা এই এলাকার জন্য অনেক বড় প্রাপ্তি।

আরও পড়ুন

×