রাখাইন করিডোর নিয়ে সিদ্ধান্তে এখনই ফুলস্টপ দেন: নুর

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০২ মে ২০২৫ | ১৯:৫৯
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ দেওয়া নিয়ে আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ওইখানেই ফুলস্টপ দেন, আর এক পা-ও আগাবেন না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয়, এমন কোনও সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কাউকেই নিতে দেওয়া হবে না। সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে, সেটা মেনে নেওয়া হবে না।’
শ্রমিক সমাবেশে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ।
বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আমরা যদি নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ি, তবে আওয়ামী লীগই সবচেয়ে বেশি লাভবান হবে। জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আর ফিরে এলে কাউকে রেহাই দেবে না। সবাইকে কচুকাটা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।
- বিষয় :
- নুরুল হক নুর
- রাখাইন