ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ যুবকের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ যুবকের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ০৫:০৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা গ্রামীন মাঠ এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় পুলিশ রাতেই শিশুকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

অভিযুক্তরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তরফ মণ্ডল গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিফাত মিয়া (২৩), মাটিকাটা এলাকার লাবু মিয়া (২৩), আবু সাইদ (২২) ও নাহিদ ইসলাম(২৩)।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও মামলার  সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ওই কিশোরীকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে যায় চার যুবক। এসময় তাকে একটি পরিত্যক্ত গরুর ফার্মে নিয়ে সিফাত ধর্ষণ করেন। তখন সিফাতের তিন বন্ধু বাইরে থেকে পাহারা দেয়। পরে কিশোরীকে বাসায় পৌছে দিয়ে চার যুবক চলে যায়।  ওই কিশোরী এ ঘটনার একদিন পর তার পরিবারকে জানায়। পরে তার পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। সেখানে একটি অভিযোগ দিলে পুলিশ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×