ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হাতকড়া ছাড়া থানায় নেওয়ার পথে পুলিশের ওপর আসামির হামলা

হাতকড়া ছাড়া থানায় নেওয়ার পথে পুলিশের ওপর আসামির হামলা

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি এলাকায় প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এ ঘটনা ঘটে। ছবি: সমকাল

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ১০:৪৮

কুষ্টিয়ার মিরপুরে হাতকড়া পরানো ছাড়াই আসামিকে মোটরসাইকেলে বসিয়ে থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা ক্যাম্প পুলিশের এসআই মনিরুল ও কনস্টেবল রুস্তম আলী। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা অবস্থায় চাইনিজ কুড়াল দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামি। এ সময় উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি এলাকায় প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আসামিকে নিয়ে মোটরসাইকেলটি মিরপুরের প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এলে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের ওপর থেকেই আসামি তার কোমরে থাকা চাইনিজ কুড়ালটি বের করে প্রথমে পেছনে থাকা কনস্টেবল রুস্তমের মাথায় আঘাত করে। এতে আহত হন ওই কনস্টেবল। এ সময় চালক এস আই মনিরুল তাকে বাধা দেন। মনিরুলের মাথায়ও আঘাত করে ওই আসামি। তবে মাথায় হেলমেট পরিহিত থাকায় হেলমেট ফেটে যায়। গুরুতর আহত হননি তিনি। এ ঘটনার পর আহত কনস্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় আনার সময় ওই আসামি হামলা করে। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। বর্তমানে আসামি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×