ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সেই ওসি সুজন মিঞা প্রত্যাহার

সেই ওসি সুজন মিঞা প্রত্যাহার

শ্রমিক দলের র‌্যালিতে ওসি মো. সুজন মিঞা

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ১৮:২৬

দিনাজপুরের হাকিমপুরে শ্রমিক দল আয়োজিত মে দিবসের র‌্যালিতে অংশ নেওয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞাকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে আজ রোববার দুপুরে ১২টার দিকে তাকে প্রত্যাহার করে দিনাজপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিলি স্থলবন্দরের চারমাথা থেকে পৌর শ্রমিক দল র‌্যালি বের করে। র‌্যালিটি হিলি বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় তাতে হাকিমপুর থানার ওসি মো. সুজন মিঞা অংশ নেন। এ সংক্রান্ত ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। 

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ওসি মো. সুজন মিঞা একটি রাজনৈতিক দলের র‌্যালিতে অংশ নেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্ত সাপেক্ষে তাকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে দিনাজপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ওসি মো. সুজন মিঞা এ বিষয়ে জানান, হাকিমপুর থানা থেকে তাকে ক্লোজড করা হয়নি। তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি মিছিলে ঢুকে যান। এটি ভুলবশত হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, রোববার সকালে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুধু একটি বিষয়ে না, নানা বিষয়ে এমন বদলি হয়ে থাকে।

আরও পড়ুন

×