বিচার বিভাগ স্বাধীন না হলে স্থায়ী হবে না কোনো সংস্কার: প্রধান বিচারপতি

সেমিনারে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
চবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫ | ২১:৩৯
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, তাহলে কোনো খাতের সংস্কার কার্যক্রমই স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগে সংস্কারের ওপর ভিত্তি করে আরও বৃহত্তর সংস্কারের কাঠামো নির্মিত হতে পারে।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের মিলনায়তনে সপ্তম এ কে খান মেমোরিয়াল ল লেকচারে ‘রিমেইনিং দ্য ফিউচার অব জাস্টিস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আইন অনুষদ এবং এ কে খান ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মূল বক্তা সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবিকাশ বিচার প্রক্রিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে, যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর। প্রযুক্তিগত এই পরিবর্তনগুলোকে কেবল বাধা হিসেবে দেখলে চলবে না, সেগুলোকে উদ্ভাবনের অনুঘটক হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক এম জাফর উল্লাহ তালুকদার। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার, প্রো-ভিসি অধ্যাপক শামীম উদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।
- বিষয় :
- চট্টগ্রাম
- প্রধান বিচারপতি