ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মা ও দুই ছেলেকে কুপিয়ে জখম, লুটপাট

মা ও দুই ছেলেকে কুপিয়ে জখম, লুটপাট

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত শাহীন আলম সমকাল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ০০:৫৫ | আপডেট: ০৭ মে ২০২৫ | ১২:০৪

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মা ও দুই ছেলেকে কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার তারাব পৌরসভার মোগড়াকুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন– নাসিমা আক্তার (৫৬), তাঁর ছেলে নাঈম ইসলাম (২৭) ও শাহীন আলম (২৯)। নাসিমা ওই এলাকার মৃত আব্দুল মতিনের স্ত্রী।

ভুক্তভোগী নাঈম জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে জামাল হোসেন ও আনোয়ার হোসেনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষ তাদের ঘরে ঢুকে গালাগাল শুরু করে। প্রতিবাদ করলে জামাল, তাঁর স্ত্রী শিরীন আক্তার, আনোয়ার ও তাঁর ছেলেসহ ৪-৫ জন চাপাতি দিয়ে নাঈমকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁকে বাঁচাতে গেলে তারা তাঁর বড় ভাই শাহীনকে কুপিয়ে জখম ও মা নাসিমাকে পিটিয়ে জখম করে। পরে ৮০ হাজার টাকা মূল্যের গলার চেইন ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

অভিযুক্ত জামাল হোসেন জানান, তিনি কাউকে আহত করেননি। এটি তাঁর বিরুদ্ধে অপপ্রচার। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছেন। ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×