বগি লাইনচ্যুত
রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন ছাড়ছে দেরিতে

দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার কাজ চালানো হয়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৫ | ১১:৫৫ | আপডেট: ১০ মে ২০২৫ | ১১:৫৮
ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেনের দুটি বগি ফরিদপুরের ভাঙ্গায় লাইনচ্যুত হয়েছে। এতে রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করেছে বিলম্বে। একটি ট্রেন ঘুরে গেছে যমুনা সেতু হয়ে।
রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। যে কারণে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাত ২টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে ভোর ৫টা ৫ মিনিটে।
নকশী কাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনটি ভোর সাড়ে ৫টায় ছাড়ার কথা থাকলেও ছেড়েছে সকাল ৮টা ২০ মিনিটে। এছাড়া ঢাকা থেকে বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু দিয়ে এ পথে আসতে না পেরে যমুনা সেতু হয়ে ঘুরে গন্তব্যে গেছে।
এ রুটের বেনাপোল যাত্রী যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে, রাজবাড়ী থেকে চলাচলকারী অন্যান্য ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।
পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা ধরে বন্ধ থাকে। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ৬০০-৭০০ যাত্রী দুর্ভোগে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সকাল থেকেই লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন ও ক্রেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
- বিষয় :
- ট্রেন লাইনচ্যুত