স্মরণসভায় বক্তারা
তরুণদের উচিত সাংবাদিক পিপলুর আদর্শ অনুসরণ

নাটোরে শনিবার সাংবাদিক নবীউর রহমান পিপলুর স্মরণসভা সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৫ | ০০:১২
সদ্যপ্রয়াত দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বঙ্গজলে ন্যাশনাল ইনস্টিটিউট মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ ও একুশে টেলিভিশন দর্শক ফোরামের যৌথ আয়োজনে এ সভা করা হয়।
বক্তারা বলেন, নবীউর রহমান পিপলু ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। মৃত্যু পর্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। তরুণ প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করা উচিত। তাঁর মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে।
এ সময় সাংবাদিক পিপলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়িখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
স্মরণসভায় সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সচিব বজলুর রশীদ, শিক্ষাবিদ সুবোধ কুমার মৈত্র অলক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, সহসভাপতি শহীদুল হক সরকার, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক হালিম খান, জুলফিকার হায়দার জোসেফ, ইসাহক আলী প্রমুখ।
- বিষয় :
- স্মরণসভা