নাফ নদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে আহত

ফাইল ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫ | ১৯:৪৬ | আপডেট: ১২ মে ২০২৫ | ২১:২০
কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফ নদে এ ঘটনা ঘটে।
গুলিতে আহতরা হলো- টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদে মাছ ধরতে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নাফ নদে বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় হেদায়েত উল্লাহ ও হোসেন গুলিবিদ্ধ হয়।
শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. রেজাউল বলেন, সকালে বড়শি নৌকা দিয়ে তিন জেলে নাফ নদে মাছ শিকারে যায়। এরপর হঠাৎ দুপুরে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে জেলেরা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গুলিবিদ্ধ আহত হেদায়েত উল্লাহ বড় ভাই আবদুর রহিম বলেন, ‘মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আমার ভাইসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে।’
এদিকে টেকনাফের লেদা এলাকা থেকে তিন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
- বিষয় :
- কক্সবাজার
- নাফ নদ
- গুলিবিদ্ধ
- আরাকান আর্মি