বিডিআর বিদ্রোহ
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

কারাফটকের সামনে তাদের গ্রহণ করেন স্বজনরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ১৯:২৬ | আপডেট: ১৫ মে ২০২৫ | ১৯:৩৬
আদালতের জামিন আদেশের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৭ বিডিআরের সাবেক (বর্তমানে বিজিবি) জওয়ান। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়। কারাফটকের সামনে তাদের গ্রহণ করেন স্বজনরা। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তারা এতদিন কারাগারে ছিলেন।
কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের মামলায় গত সোমবার ৪০ আসামিকে জামিন দেন আদালত। তাদের মধ্যে কাশিমপুরের তিনটি কারাগারে বন্দি থাকা ২৭ সদস্যের জামিনের কাগজপত্র বুধবার বিকেলে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ তাদের মুক্তি দেওয়া হয়। বন্দিদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কারাগার পার্ট-১ থেকে পাঁচজন এবং পার্ট-২ থেকে ১০ জওয়ান মুক্তি পেয়েছেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বিদ্রোহের ঘটনায় পরদিন ও ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়।
- বিষয় :
- গাজীপুর
- বিডিআর বিদ্রোহ