ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দেবীগঞ্জে দেড় কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, যুবক গ্রেপ্তার

দেবীগঞ্জে দেড় কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক ও উদ্ধারকৃত মূর্তি। ছবি: র‌্যাবের সৌজন্যে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫ | ১৮:১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করে নীলফামারী র‌্যাব-১৩ এর একটি দল। ছিদ্দিক দেবীগঞ্জের পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার ছিদ্দিক মূর্তিটি ভারতে পাচার করতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছিল। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ছিদ্দীক তার শ্বশুর মুকুলের বাড়িতে মূর্তিটি এনে রাখে এবং ভারতে পাচারের জন্য সুযোগ খুঁজছিল। একপর্যায়ে র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে শ্বশুরবাড়ির বাড়ির ভেতরেই ধরে ফেলেন এবং বস্তার ভেতর থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ঘটনায় নীলফামারী র‌্যাব-১৩ এর পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন।

দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ শুক্রবার তাকে আদালতের পাঠানো হয়।

আরও পড়ুন

×