ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দেবীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেবীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়। ছবি: সংগৃহীত

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ১১:০৮ | আপডেট: ১৭ মে ২০২৫ | ১২:২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনুপম দেবীডুবা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেন। ওই হামলার ঘটনায় অনুপমের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তার অনুপম আওয়ামী শাসনামলে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। ৫ আগস্ট পরবর্তী তিনি অবৈধ পথে ভারতে গিয়ে আত্মগোপন করেন। সচেতন মহলের ধারণা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সম্প্রতি সে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে।

আরও পড়ুন

×