চিকিৎসা পেয়ে বনে ফিরল দলছুট হাতি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকায় রোববার গহিন জঙ্গলে অসুস্থ হাতির চিকিৎসা সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০০:৫৬ | আপডেট: ১৯ মে ২০২৫ | ১৪:০৩
দ্বিতীয় দফায় দলছুট বন্যহাতির চিকিৎসা দিয়েছে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ। গতকাল রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বুরুঙ্গা কালাপানি এলাকায় গহিন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয়।
১ মে হাতিটির পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়। এরপর ক্ষত প্রায় ৮০ শতাংশ সেরে উঠেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বন বিভাগ জানায়, একটি বন্যহাতি এক পায়ে কয়েকটি গভীর ক্ষত নিয়ে কাটাবাড়ী পাহাড়ে খুঁড়িয়ে চলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বন বিভাগকে জানায়। খবর পেয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের তত্ত্বাবধানে ১ মে প্রথম দফায় হাতিটির চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি দল ও স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকরা যৌথভাবে হাতিটির চিকিৎসা দেন। পরে হাতিটি পাহাড়ের গহিনে ফিরে যায়। রোববার দ্বিতীয় দফায় খোঁজ নিয়ে হাতির অবস্থান নিশ্চিত করে পুনরায় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে বনে ফিরে গেছে হাতিটি।
রোববার হাতিটির চিকিৎসায় অংশ নেন গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহীন কবির, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী প্রমুখ।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, ১০-১২ বছর বয়সী হাতিটির সামনের ডান পায়ে বল্লমের আঘাতের গভীর ক্ষত ছিল। এ কারণেই হাতিটি দলছুট হয়ে পড়েছিল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে জঙ্গলের ভেতরে একাই চলাফেরা করছিল। বন বিভাগের পক্ষ থেকে হাতিটির ওপর নজরদারির পাশাপাশি চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
- বিষয় :
- হাতি
- নালিতাবাড়ী
- বন্যহাতি