ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খইয়াছড়া খননকাজে ক্ষতি ব্যক্তিগত সম্পদের

খইয়াছড়া খননকাজে ক্ষতি ব্যক্তিগত সম্পদের

মিরসরাইয়ের খইয়াছড়া খননের মাটি ফেলা হয়েছে বাড়ির মধ্যে। বৃহস্পতিবার উপজেলার পূর্ব খইয়াছড়া গ্রামে সমকাল

বিপুল দাশ, মিরসরাই (চট্টগ্রাম)

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২৩:২১

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ছড়া খননকাজে ব্যক্তিমালিকানার কৃষিজমি, বসতভিটার ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ছাড়া কেটে ফেলা হয়েছে শত শত গাছ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পূর্ব খইয়াছাড়া গ্রামের প্রায় অর্ধশত ভুক্তভোগী। বিষয়টির সমাধান চেয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। 
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একজন আনোয়ারা বেগম। বছরখানেক আগে খইয়াছড়ার ১০-১৫ ফুট দূরে ৩ শতাংশ জমি কিনে বাড়ি করেন। ২৫ বছর ধরে অন্যের বাড়িতে ও ক্ষেতখামারে কাজ করে জমানো টাকায় কেনা বাড়িতে স্বামী ও পাঁচ মেয়ে নিয়ে থাকেন। খননের কারণে তাঁর জমি ও বাড়ির প্রায় অর্ধেক ছড়ায় পড়ে গেছে। এ বিষয়ে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এমনকি ক্ষতিপূরণ পাবেন– সে আশাও নেই। 
গত বৃহস্পতিবার আনোয়ারা জানান, খেয়ে-না খেয়ে টাকা জমিয়ে ৩ শতক জমি কিনে এক বছর আগে বাড়ি করেন। ছড়ার জায়গা বাদ দিয়েই জমি বুঝে নিয়েছিলেন। এখন ছড়া খননকালে তাঁর ঘরের প্রায় অর্ধেক কাটা পড়েছে। 
এমন ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার প্রায় অর্ধশত ব্যক্তি। তাদের পক্ষে ৪ মে ইউএনও মাহফুজা জেরিন বরাবর লিখিত আবেদন করেন স্থানীয় বাসিন্দা জসীম উদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, ছড়াটি বিএস দাগ নম্বর ১০৬৮৯ ও অন্যান্য দাগে পড়েছে। আগেও এটি খনন করা হয়েছিল। এবার সীমানা নির্ধারণ ছাড়াই খনন করতে গিয়ে আশপাশের মানুষের কৃষিজমি, বসতভিটা, রাস্তা ও শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। এ জন্য কোনো নোটিশ বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তিনি ছড়ার সীমানা নির্ধারণ করে খননকাজ করার আবেদন জানান। 
জসীম উদ্দিনের ভাষ্য, স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে খইয়াছড়া নামের ওই ছড়া খনন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সরদার এন্টারপ্রাইজ। সরকারি নকশায় ছড়ার জায়গা ২০ ফুট চওড়া। খননের কার্যাদেশে ৩০ ফুট চওড়া ও ৯ ফুট গভীর করার নির্দেশনা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এক্সক্যাভেটর চালক ছড়াটি প্রায় ৭০ ফুট চওড়া করে পাড় তৈরি করছেন। এতে ক্ষতি হচ্ছে মানুষের কৃষিজমি, ছড়ার পাড়ের দরিদ্র মানুষের বসতভিটার।
জসিম উদ্দিন নামে আরেক কৃষকের ১২ শতক জমি আছে ছড়াটির পাড়ে। এখানে ফসল আবাদ করে কোনোভাবে সংসার চালান। ওই জমির প্রায় ৩ শতক আগেই ছড়ায় বিলীন হয়েছে। নতুন খননের সময় আরও প্রায় ৪ শতক জমি কাটা পড়েছে। এ জন্য কোনো ক্ষতিপূরণ পাননি। 
বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সরদার এন্টারপ্রাইজের কারও ফোন নম্বর বিএডিসি চট্টগ্রাম জোনের কোনো কর্মকর্তা দিতে পারেননি। মিরসরাইয়ে খাল খননের তত্ত্বাবধানে থাকা বিএডিসি চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) জাহেদ হাসানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তথ্য অধিকার আইনে আবেদনের পরামর্শ দিয়ে সংযোগ কেটে দেন। 
মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিন খাল খনন বিষয়ে খইয়াছড়া থেকে অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে খনন কাজ করতে বিএডিসির কর্মকর্তাদের অনুরোধ করেছেন। 
খাল খননের সময় বিভিন্ন জায়গায় বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে বলে জানান বিএডিসি-চট্টগ্রাম জোনের সহকারী প্রকৌশলী তমাল দাশ। তিনি বলেন, সমস্যা জানতে পারলে ঘটনাস্থলে গিয়ে সমাধানের পর খাল খনন শুরু হয়। প্রয়োজন বিবেচনায় খালগুলো খনন করা হচ্ছে। এটি শেষ হলে উপজেলার দুই লাখ মানুষ সুফল পাবেন।

আরও পড়ুন

×