উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫ | ১৩:৪৮ | আপডেট: ২০ মে ২০২৫ | ১৩:৫১
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা অফিসের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে বহনকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ঘটনাস্থলে পলিথিনের মালিক আসাদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- জব্দ
- পরিবেশ অধিদপ্তর
- উল্লাপাড়া
- ভ্রাম্যমাণ আদালত