ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মিরপুরে ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন জব্দ

মিরপুরে ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন জব্দ

ছবি- সমকাল প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৪:৪২

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে চালানো অভিযানে ট্রেন থেকে প্রায় ৪০ লাখ টাকার কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০টায় চিলাহাটী থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে এ অভিযান চালানো হয়।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে তল্লাশি চালিয়ে ট্রেনের একটি বগিতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য সংক্রান্ত আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র সীমান্ত ব্যবহার করে এ ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করাতে চাইছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×