হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা বাবলু

গ্রেপ্তার জিয়াউদ্দিন বাবলু (মাঝে)
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ০৯:২৩ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১০:৩০
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জিয়াউদ্দিন বাবলু (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
জিয়াউদ্দিন বাবলু পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার মৃত জালাল আহম্মেদের ছেলে এবং কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলা-ভাঙচুর এবং ককটেল ফাটিয়ে ছাত্রদের হত্যাচেষ্টাসহ পটিয়া থানার ২টি মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু।
কোতোয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক আশরাফুল আলম বলেন, সোমবার বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাবলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
- বিষয় :
- পুলিশ
- গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলা
- পটিয়া
- যুবলীগ নেতা