ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাসেলস ভাইপার ধরে হাসপাতালে এনেও শেষ রক্ষা হলো না কৃষকের

রাসেলস ভাইপার ধরে হাসপাতালে এনেও শেষ রক্ষা হলো না কৃষকের

প্রতীকী ছবি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ২১:৩৫

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজ করার সময় রাসেলস ভাইপারের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম কামরুজ্জামান প্রামাণিক (৫০)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাতিজা সোলাইমান বলেন, চরের মাঠে চাচা সকাল ১১টার দিকে কলাবাগান পরিষ্কার করছিলেন। সে সময় হঠাৎ রাসেলস ভাইপার তাকে দংশন করে। চাচা নিজেও সাপটিকে মেরে ফেলে এবং আমরা সাপসহ চাচাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি। কিন্তু ভর্তির প্রায় ৩০ মিনিট পর তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, কৃষিকাজ করার সময় রাসেলস ভাইপারের দংশনে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালে আছে।

আরও পড়ুন

×