ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গজারিয়ার অ্যাসিল্যান্ডকে সালথায় বদলি

গজারিয়ার অ্যাসিল্যান্ডকে সালথায় বদলি

ম্যাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০১:১৭

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বর্তমান কর্মস্থল থেকে বদলি করে ফরিদপুরের সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়, বুধবার দুপুরে মামুন শরীফ তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১ জুন সকালে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা পদে যোগদান করেন ৩৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. মামুন শরীফ। ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে নানা অনিয়ম এবং মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু লুটের সঙ্গে জড়িতদের সহায়তা করে টাকা উৎকোচ নেওয়ার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তার টাকা লেনদেনের কথোপকথনের অডিও রেকর্ড ছাড়িয়ে পড়ে ফেসবুকে। এর পরিপ্রেক্ষিতে তার পক্ষে এবং বিপক্ষে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন, ঢাকা বিভাগীয় কমিশনার ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করা হয়।

এ প্রসঙ্গে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।
 

আরও পড়ুন

×