ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শোধনাগারের পাম্প বিকল

পানি সংকটে হবিগঞ্জ পৌরবাসী

পানি সংকটে হবিগঞ্জ পৌরবাসী

ছবি: ফাইল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০৯:০৯

হবিগঞ্জ পৌর পানি শোধনাগারের একটি পাম্প বিকল হয়ে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে পানি সংকটে ভুগছে জেলা সদরের প্রায় আড়াই হাজার পরিবার।

গত বুধবার বজ্রপাতের সময় জেলা সদরের বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত হবিগঞ্জ পৌর পানি শোধনাগারের পাঁচটি পাম্পের মধ্যে একটিতে আগুন ধরে বিকল হয়ে যায়। এ ঘটনার পর থেকেই গ্রাহক পর্যায়ে পানি সরবরাহে ভাটা পড়ে।

পৌরসভা কর্তৃপক্ষ সাত দিন ধরে পাম্পটি সচল করেনি বিধায় এসব পরিবারের পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারছে না। এমন পরিস্থিতিতে বাসাবাড়িতে রান্নাবান্না, গোসলসহ দৈনন্দিন কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।

শহরের পুরোনো মুন্সেফি কোয়ার্টারের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হবিগঞ্জ পৌরসভা রোজ সকাল-বিকেল দুই বেলা পানি সরবরাহ করে থাকে। গত এক সপ্তাহ ধরে অল্প পরিমাণে পানি দেওয়া হচ্ছে। ফলে গোসলসহ বাসার কাজে ব্যাঘাত ঘটছে। অনেককেই পুকুরে গিয়ে গোসল করতে হচ্ছে।

আরেক বাসিন্দা রবিউল ইসলাম বলেন, একটি পাম্প মেরামত করতে যদি সাত দিন পার হয়ে যায়, তাহলে আরও কয়েকটি যদি বিকল হতো কতদিন লাগত। কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এমনটা হচ্ছে।

আছিয়া আক্তার নামে এক গৃহিণী বলেন, পৌরসভার পানি দিয়েই যাবতীয় কাজ সারতে হয়। এখন পানি এলেও তা পর্যাপ্ত নয়। যে কারণে কিছুই করা যাচ্ছে না। দৈনন্দিন কাজের জন্য যে পরিমাণ পানি প্রয়োজন, তার অর্ধেকের কম পানি দিচ্ছে পৌরসভা।

এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ) মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, বেবিস্ট্যান্ড এলাকার পৌর পানি শোধনাগারে পাঁচটি পাম্পের মধ্যে একটি বজ্রপাতে বিকল হয়ে যাওয়ায় ২ হাজার ৪০০ পরিবারের মধ্যে পানি সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। সেটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, দ্রুত মেরামত কাজ শেষ হবে। এর পর আর পানির সংকট থাকবে না।
 

আরও পড়ুন

×