ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বৈরী আবহাওয়া

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ফাইল ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৭:৩২

বৈরী আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে এ রুটের লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর থেকে বৈরী আবহাওয়া কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। তারপরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ফেরি চলাচল করছিল। কিন্তু সময় বাড়ার সাথে সাথে বৈরী আবহাওয়ার তীব্রতা বাড়তে থাকে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এদিকে বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাট সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, আবহাওয়া প্রতিকূল থাকায় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×