জোয়ারের পানিতে ভেসে আসা হরিণের বাচ্চা উদ্ধার

পুরো সুন্দরবনে পানি উঠে গেছে। অনেক স্থানে ২ থেকে ৩ ফুট তলিয়ে গেছে। ছবি: সমকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২০:১৭ | আপডেট: ২৯ মে ২০২৫ | ২০:৫২
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানিবৃদ্ধি পেয়ে সুন্দরবনের অভ্যন্তরে জলোচ্ছ্বাস হয়েছে। এতে বনের বিভিন্ন এলাকা অন্তত তিনফুট পানির নিচে তলিয়ে যায়।
এদিকে জোয়ারের পানির স্রোতের তোড়ে বিভিন্ন বন্যপ্রাণী বিশেষ করে মায়াবী চিত্রা হরিণের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া স্রোতের তোড়ে ভেসে যাওয়া হরিণ উদ্ধারও করা হয়েছে।
সুন্দরবনের সাগর পাড়ের দুবলার চর জেলে পল্লি টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নিম্নচাপের প্রভাবে বনের সাগর সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে অন্তত তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে বিভিন্ন বন্যপ্রাণী বিশেষ করে হরিণের দল প্রাণ বাঁচাতে বনের অভ্যন্তরের বিভিন্ন উচু জায়গায় আশ্রয় নেয়। এর মধ্যে জোয়ারের স্রোতের তোড়ে কিছু হরিণ পানিতে ভেসে যায়।
তিনি আরও জানান, পানির তোড়ে শ্যালার চর ফরেস্ট ক্যাম্প অফিসসংলগ্ন এলাকায় পানিতে ভেসে যাওয়ার সময় সেখানকার বনকর্মীরা একটি হরিণের বাচ্চাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। সুস্থ্য হওয়ার পর এটিকে বনে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে দুবলার চর অফিস সংলগ্ন এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হরিণটি জোয়ারের পানিতে আটকে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। পরে হরিণের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।
- বিষয় :
- বাগেরহাট