ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরিদপুরে বিসিএস জেনারেল শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

ফরিদপুরে বিসিএস জেনারেল শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

ফরিদপুরে বিসিএস জেনারেল শিক্ষকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ২১:৫২

ফরিদপুরে বিসিএস জেনারেল শিক্ষকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দিনব্যাপী বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ফরিদপুর জেলার সম্মেলন ও বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এম সহিদুল ইসলাম ও সদস্য সচিব ড. মাসুদ রানা খান।

সমাবেশে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার বিসিএস শিক্ষকরা অংশ নেন। সমাবেশের আগে শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, শিক্ষকদের কাঙ্ক্ষিত পদোন্নতি হচ্ছে না, আন্তঃক্যাডারে বৈষম্য বাড়ছে। ২০১৪ সাল থেকে নতুন করে কোনো পদ সৃষ্টি না হওয়ায় আজকের এই সংকট তৈরি হয়েছে। দাবি আদায়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পদোন্নতিসহ নানা সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×