কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ইমাম হোসেন বাচ্চু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১৬:৪২ | আপডেট: ৩১ মে ২০২৫ | ১৭:১৯
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন। শনিবার সকালে বুকে ব্যাথা উঠলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমাম হোসেন বাচ্চু নগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে।
সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
তিনি জানান, বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। হত্যা ও হত্যাচেষ্টার মামলায় কোতয়ালী মডেল থানা পুলিশ বাচ্চুকে গ্রেপ্তার করার পর গত ৩০ মার্চ থেকে তিনি কারাগারে ছিলেন।
আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে বাচ্চুর মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও ওই কারা কর্মকতা জানান।
- বিষয় :
- কুমিল্লা
- স্বেচ্ছাসেবক লীগ
- মৃত্যু