চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, রাতে পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ২৩:৫৪
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার নগরীর আগ্রাবাদে কলেজের মূল ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। রাতে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, ছাত্রদলের হামলায় তাদের তিনকর্মী আহত হয়েছেন।
পরে ছাত্রদল বিজ্ঞপ্তি দিয়ে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, সামান্য কথা কাটাকাটি হয়েছিল। বরং শিবির ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ছাত্রশিবির কলেজের সামনে একটি হেল্পডেস্ক স্থাপন করে। সেখানে পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সহযোগিতা এবং অভিভাবকদের জন্য পানি পান ও বসার ব্যবস্থা ছিল। সকালে ছাত্রদলের কয়েকজন কর্মী এসে হেল্পডেস্ক বন্ধ করতে বলে এবং হুমকি দেন। এরপর শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল হঠাৎ হামলা চালায়। এতে তিনজন আহত হন। আহতরা হলেন- শিবির মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, শিক্ষার্থীদের হেল্প করতে গিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে শুধু কথা কাটাকাটি হয়েছে। হামলা-মারামারি কিছুই হয়নি। পরে আবার তারা নিজেরাই মীমাংসা করে নিয়েছে।
নগরের ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, সামান্য কথা কাটাকাটি হয়। একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কেউ আহত হয়েছে, এমন তথ্য নেই। কেউ লিখিত অভিযোগও করেনি।