‘ছেলে-মেয়ে ৫ম শ্রেণি পাস করলেই ছাত্রশিবিরে ভর্তি করানোর আহ্বান’

মাওলানা রফিকুল ইসলাম খান
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০২:৪৭ | আপডেট: ০১ জুন ২০২৫ | ০৬:৪২
ছেলে-মেয়েরা ৫ম শ্রেণি পাস করলেই তাদেরকে ছাত্রশিবিরে ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘জনগণ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব- দেশের মানুষের সেবক।’
গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর জেলা জমায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসেন সরদার প্রমুখ।
- বিষয় :
- গোপালগঞ্জ
- জামায়াতে ইসলামী
- শিবির