ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো দুটি ডলফিন

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো দুটি ডলফিন

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসে এক জোড়া ডলফিন। তা নিয়ে মেতে ওঠে স্থানীয় জেলেরা।

হাতিয়া (নোয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ১২:২৮ | আপডেট: ০১ জুন ২০২৫ | ১২:৪৪

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বিরূপ আবহাওয়ায় সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে এসেছে একজোড়া ডলফিন। রবিবার সকালে মেঘনা নদীর স্রোতে বন্দরটিলা বাজার সংলগ্ন এলাকায় ডলফিন দুটি ভেসে এলে তা দেখতে ভিড় জমান স্থানীয়রা।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, “বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ ও দমারচরের মাঝামাঝি মেঘনা নদীতে ডলফিন দুটি ভেসে আসে। পানি কমে যাওয়ায় তারা তীরে আটকে পড়ে। স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে তাদের দেখতে পান।”

ডলফিন দুটি আটকে পড়ার পর স্থানীয় জেলেরা তাদের নিয়ে দুষ্টুমিতে মেতে ওঠেন, অনেকেই সে মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তবে ডলফিনদের কোনো ক্ষতি না করেই সাগরে ফেরত পাঠানোর চেষ্টা করেন জেলেরা। জোয়ারের পরবর্তী ঢেউ আসলে ডলফিন দুটি নিজে থেকেই সাগরের দিকে চলে যায়।

গত তিনদিন ধরে হাতিয়া এবং নিঝুমদ্বীপে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিকবার উচ্চমাত্রার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেঙে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। এখনও অনেক পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। রান্নাবান্নাও বন্ধ রয়েছে বহু পরিবারে।

আরও পড়ুন

×