ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জি এম কাদেরের বাসভবনে হামলা: কোনো পক্ষেরই মামলা নেয়নি পুলিশ

জি এম কাদেরের বাসভবনে হামলা: কোনো পক্ষেরই মামলা নেয়নি পুলিশ

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ২০:১৪

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় দলটির নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলাও নেয়নি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা সংগঠক আলমগীর রহমান নয়ন। তবে পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তিনি। পরে অভিযোগপত্র দাখিল দেওয়া হয়। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলটির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এ অভিযোগপত্র দেওয়া হয়।   

এ বিষয়ে এনসিপি নেতা আলমগীর রহমান নয়ন সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির গুন্ডা বাহিনী আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে ও অতর্কিত হামলা চালায়। পরে ছড়ানো হয় তাদের ওপর হামলা করা হয়েছে।’ তিনি জানান, এ ঘটনায় মামলা করদে গেলে ওসি ওপর মহলে কথা বলে ঘণ্টা দুয়েক গড়িমসি করেন। শেষে এসে বলেন, তারা অভিযোগটি নিয়েছেন। কিন্তু মামলা রেকর্ড হয়নি। 

একইভাবে জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় শুক্রবার রাতে মহানগর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি ও এনসিপি নেতা নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করা হয়েছে। তাতে অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারটি দায়ের করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সদস্যসচিব আরিফ আলী। সেটিও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। 

এ ব্যাপারে মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছেন মর্মে এনসিপির পক্ষে আলমগীর রহমান নয়ন একটি অভিযোগ দিয়েছেন শনিবার রাতে। আমরা অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় পার্টির পক্ষে আরিফ আলীর দেওয়া এজাহার সম্পর্কেও একই ধরনের কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সন্ধ্যায় তিনি নগরীর সেনপাড়াস্থ বাসভবন ‘স্কাইভিউ’ এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। জি এম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রাত ৯টার দিকে ওই বাসভবনে আকস্মিকভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×